Site icon Jamuna Television

অন্যকে ফাঁসাতে আ. লীগ নেতা ভাঙলেন বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি

স্টাফ রিপোর্টার, মাদারীপুর :
মাদারীপুরের রাজৈরে দলীয় কার্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের মামলায় সোহরাব খালাসী (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

সোহরাব রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বদরপাশা ইউনিয়নের রাজারবাজার এলাকার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রধান কার্যালয় ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবিও ভাঙচুর করা হয়। এ ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওইদিন সন্ধ্যায় রাজারবাজার এলাকার আব্দুস ছালাম খালাসী নামে একজন বাদী হয়ে আওয়ামী লীগ নেতা সোহরাব খালাসীসহ অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জনকে আসামি থানায় লিখিত অভিযোগ দেন। দায়ের করেন। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা সোহরাব খালাসী ও মামলার বাদী ছালাম খালাসীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, সম্প্রতি ছালাম খালাসী বাদী হয়ে সোহরাব খালাসীর বিরুদ্ধে চেক ডিজঅনারের একটি মামলা করেন। এর জেরে ছালাম খালাসীকে ফাঁসাতে সোহরাব খালাসী নিজেই দলীয় কার্যালয়ে বসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ছবি ভাঙচুর করে দোষ চাপান ছালাম খালাসীর ওপর।

মামলার বাদী ছালাম খালাসী বলেন, আমাকে দলীয় ভাবে হয়রানি করতে সোহরাব নিজেই লোকজন নিয়ে কার্যালয় ভাঙচুর করে। কিন্তু ভাঙচুরের ভিডিও আমাদের কাছে ছিলো। তাই আমাকে ফাঁসাতে গিয়ে তিনি নিজেই ফেঁসে গেলেন।

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

/এনকে

Exit mobile version