Site icon Jamuna Television

একইদিনে মুক্তি পাচ্ছে সালার-ডানকি

আবারও বড় মহারণের সাক্ষী হতে যাচ্ছে ভারতীয় সিনেমা। একদিকে শাহরুখ-হিরানি জুটির তুমুল প্রত্যাশিত সিনেমা ‘ডানকি’, অপরদিকে প্রভাস-প্রশান্ত নীলের ‘সালার’। আগামী ২২ ডিসেম্বর সিনেমা দুইটি মুক্তি পাবে।

একইদিনে এই দুই সিনেমার মুক্তির খবর ভারতের প্রেক্ষাগৃহগুলোতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। যদিও একই সময়ে দুই বড় তারকার সিনেমা মুক্তি পাওয়া নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার এই ঘটনার সাক্ষী হয়েছে বলিউড। তবে এবারের গল্পটা যেন একটু ব্যতিক্রম!

একের পর এক ফ্লপ সিনেমা দিয়ে রীতিমতো টালটামাল বাহুবলি খ্যাত অভিনেতা প্রভাসের রাজত্ব। অপরদিকে দীর্ঘ সাড়ে চার বছর পর পর্দায় ফিরেই নিজের সিংহাসন দখলে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

সালার ও ডানকি— সিনেমা দুইটি এর আগে মুক্তি পিছিয়েছে। তবে শেষ পর্যন্ত একই সময়ে মুক্তি পেতে যাচ্ছে বিগ বাজেটের এ দুই সিনেমা। তবে, একই সময়ে দুটি বহুল প্রত্যাশিত সিনেমার মুক্তির সংবাদে ক্ষোভ প্রকাশ করছেন সিনেপ্রেমীরা। একইদিনে সালারের মুক্তিতে খুশি নন প্রভাসের ভক্তরা। অনেকেই আবার ক্ষোভ ঝেড়েছেন প্রভাসের ওপর।

কেউ কেউ বলছেন, শাহরুখের এই দুর্দান্ত ফর্মে প্রভাস আরেকটা ধাক্কা খেতে যাচ্ছে। অবশ্য কারও কারও মতে, প্রভাসের সালারের কাছে মুখ থুবড়ে পড়বে শাহরুখের ডানকি!

সালারে মূল ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। প্রভাস ছাড়াও সিনেমাটিতে আরও রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে। আর এই অ্যাকশন সিনেমার পরিচালক কেজিএফ খ্যাত প্রশান্ত নীল

অপরদিকে, রাজকুমার হিরানির পরিচালনায় ডানকিতে শাহরুখ খানের সঙ্গে আরও রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র।

/এমএন

Exit mobile version