Site icon Jamuna Television

পরিবহন শ্রমিকদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

সিসিটিভি ছবি

ছাত্রলীগের বিরুদ্ধে পরিবহন শ্রমিকদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। রোববার (১ অক্টোবর) দিবাগত রাতে আরামবাগে শ্যামলী কাউন্টারে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে পরিবহন সংশ্লিষ্টদের বাক-বিতণ্ডার জেরে হয় এ সংঘর্ষ। এই ঘটনায় আহত হয়েছেন পরিবহন শ্রমিকদের বেশ কয়েকজন।

জানা যায়, আরামবাগ থেকে বান্দরবানগামী রাত ১১টার শ্যামলী পরিবহনের এক যাত্রীকে তুলে দিতে আসে ক’জন। শ্যামলীর কর্মীদের দাবি, এক যাত্রীর চারটি লাগেজ তোলাকে কেন্দ্র করে বিলম্বের জেরে বিতণ্ডা হয়। এরপর বেশ কয়েক জন এসে কাউন্টারে ভাঙচুর ও কর্মীদের মারধর করে।

টিকেট বিক্রেতা মো. শামীম জানান, এখানে এসে তারা তাৎক্ষণিক হামলা চালিয়েছে। এখন কী বিষয়, সেটা আমরা বলতে পারবো না। আমরা এখানে টিকিট বিক্রি করি। এর সুষ্ঠু বিচার চাই।

এতে দুই পক্ষের বেশ কয়েক জন আহত হয়। আহতদের রাজধানীর বিভিন্ন মেডিকেলে চিকিৎসা দেয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি থানায়।

সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে মতিঝিল থানা ছাত্রলীগের সভাপতি মিরাজ বিশ্বাস, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রনি, সাব্বিরসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীদের বক্তব্য জানা যায়নি।

/এএম

Exit mobile version