Site icon Jamuna Television

বগুড়ায় চাঁদা দাবিতে ৫০০ বাড়িতে পোস্টার, না দিলে শিশু অপহরণের হুমকি!

বগুড়ার কাহালু উপজেলার বিষ্ণুপুর গ্রামে চাঁদা চেয়ে ঘরের দরজায় চিঠি সেঁটে দিয়েছে দুর্বৃত্তরা।

বগুড়ার কাহালুতে চাঁদা দাবি করে প্রায় ৫০০ বাড়ির দরজায় পোস্টার লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১ অক্টোবর) সকালে ঘুম থেকে উঠে দরজায় সাঁটানো এই পোস্টার দেখতে পায় গ্রামবাসীরা। রহস্যঘেরা পোস্টার সাঁটানো হয়েছে বগুড়ার কাহালু উপজেলার বিষ্ণুপুর গ্রামের অন্তত ৭টি পাড়ায়।

পোস্টারে উল্লেখ আছে চাঁদার কথা। না দিলে স্কুল পড়ুয়াদের অপহরণের হুমকি। আর্থিক অবস্থা বিবেচনায় এলাকার প্রায় ৫শ বাড়িতে দেয়া হয়েছে এই পোস্টার। চাঁদার পরিমান ২শ থেকে শুরু করে ৫ হাজার টাকা।

স্থানীয়রা জানায়, বাড়ির দরজা কিংবা দেয়ালে দেখতে পান পোস্টার। ৬ অক্টোবরের মধ্যে স্থানীয় পুকুরের পাশে রাখা বক্সে রেখে আসতে হবে চাঁদা। না দিলে ৭ অক্টোবর থেকে শুরু হবে অপহরণ। কিছু কিছু বাড়িতে ৫শ টাকার চাঁদা চাওয়া হয়েছে। আবার ধনীদের বাড়িতে ৫ হাজার টাকাও চেয়েছে। যারা যারা টাকা দেবে, তাদের নাম জমা দিতে হবে বলে জানায় তারা।

একসাথে সব বাড়িতে অভিনব এই চাঁদা দাবির ঘটনায় আতঙ্ক পুরো এলাকায়। অনেক পরিবারই শিশুদের স্কুলে পাঠানো বন্ধ রেখেছেন। একজন গ্রামবাসী বলেন, টাকা বড় কথা নয়। জানের হুমকি দিয়েছে, এটাই আশঙ্কাজনক। টাকা পয়সা না দিলে ছোট ছোট বাচ্চাদের জানের নিরাপত্তা নেই। এই ভয়ে গ্রামের ছেলে মেয়েদের স্কুলে পাঠানো হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

এমন রহস্যময় পোস্টার নিয়ে অন্ধকারে পুলিশ। তারা বলছে, রহস্য উদঘাটনে কাজ করছে জেলা পুলিশের একাধিক টিম। সহকারী পুলিশ সুপার নাজরান রউফ বলেন, প্রতিনিয়ত বিভিন্ন গ্রাম গঞ্জে, রাস্তা ঘাটে টহল দেয় আমাদের একাধিক টিম। টহল দেয়ার ফলেই এরকম ঘটনা অতীতে কখনও ঘটেনি। এই একটি ব্যতিক্রম ঘটনাই কেবল ঘটেছে। যারা এর সাথে জড়িত, দ্রুততার সাথে তাদেরকে গ্রেফতার করার সর্বোচ্চ চেষ্টা করছি আমরা।

এলাকায় পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি সন্তানদের স্কুলে পাঠানোর কথা বললেও আতঙ্ক কাটেনি বিষ্ণুপুর গ্রামে ৫ শতাধিক বাড়িতে।

/এএম

Exit mobile version