Site icon Jamuna Television

ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি ভারতের গোয়াহাটি বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে। ম্যাচে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত।

গোড়ালিতে চোট পাওয়া বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আজকের ম্যাচেও খেলবেন না বলে জানা গেছে।

তবে প্রস্তুতি ম্যাচ হওয়ায় প্রচলিত নিয়ম-কানুনে কিছু বিষয়ে ছাড় রয়েছে। বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডের সবাইকেই ম্যাচে খেলানোর সুযোগ রয়েছে। ম্যাচে বৃষ্টি হানা দেয়ার প্রবল শঙ্কা রয়েছে।

/এনকে

Exit mobile version