Site icon Jamuna Television

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন ৭ অক্টোবর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন হবে আগামী ৭ অক্টোবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। ইতোমধ্যে উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সোমবার (২ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিক এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

তিনি বলেন, তৃতীয় টার্মিনালের ৮৯ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। উদ্বোধনের আগে ৯০ শতাংশ কাজ শেষ হবে। ব্যাগেজ স্ক্যানিং, বোর্ডিং ব্রিজ, চেক ইন কাউন্টারের কাজও শেষ। টার্মিনালটির নির্মাণ শেষ হলে বিমানের যাতায়াত বাড়বে, তখন যাত্রীদের ভাড়াও কমবে।

তিনি জানান, যাতায়াত সহজ করতে মাল্টিপল ট্রান্সপোর্ট ব্যবস্থা করা হয়েছে। হজ্জ ক্যাম্প থেকে সরাসরি টানেল নির্মাণে সেনাবাহিনীকে কাজ দেয়া হয়েছে। তৃতীয় টার্মিনালের পার্কিং এলাকায় একসঙ্গে ১ হাজার ২৩০টি গাড়ি পার্কিং করা যাবে বলেও জানান তিনি।

/এনকে

Exit mobile version