Site icon Jamuna Television

দেশে প্রথমবারের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটি চালু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে

সিনিয়র রিপোর্টার, সিরাজগঞ্জ:

মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি এখন থেকে পিতৃত্বকালীন ছুটিও দেবে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৪তম সিন্ডিকেট সভায় অনুমোদন দেয়া হয়েছে এই বিধান। এর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো কোনো বিশ্ববিদ্যালয়ে পিতৃত্বকালীন ছুটির অনুমোদন দেয়া হলো। এই বিধান অনুসারে সংশ্লিষ্ট ব্যক্তি প্রচলিত সকল ছুটির সাথে ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি পাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহ্ আলী।

বিধানটির বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনেক তরুণ ও মেধাবী শিক্ষকদের পাশাপাশি তরুণ কর্মকর্তা ও কর্মচারীও রয়েছেন। তাদের সন্তানদের দেখাশোনার জন্য আমরা মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটির বিধানটি আমলে নিয়েছি। একজন সন্তানের কাছে মা যেমন গুরুত্বপূর্ণ, বাবার ভূমিকাও ঠিক তেমনি। এই দিক বিবেচনা করে আমাদের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী যারা নতুন বিবাহিত তারা সর্বোচ্চ দুইবার পিতৃত্বকালীন ছুটি নেয়ার সুযোগ পাবেন। এই সুযোগটি তাদের উদ্বেগজনক অবস্থা মোকাবিলায় সহায়ক হবে এবং মনস্তাত্ত্বিক প্রেষণা হিসাবে কাজ করবে।

এসজেড/

Exit mobile version