Site icon Jamuna Television

আমড়াখালী চেকপোস্ট থেকে ১৮ রোহিঙ্গা আটক

বেনাপোল প্রতিনিধি :
বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়ার সময় বৃহস্পতিবার বিকালে আমড়াখালী চেকপোস্ট থেকে শিশুসহ ১৮ রোহিঙ্গা নারী পুরুষকে আটক করেছে বিজিবি। আটককৃতদের বেনাপো পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, যাত্রীবাহী পরিবহণ যোগে বেশ কিছু রোহিঙ্গা ভারতে যাওয়ার জন্য বেনাপোল সীমান্তের দিকে যাচ্ছে। এধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোষ্টে অভিযান চালানো হয়। বিকাল ৫ টার দিকে যাত্রীবাহী একটি বাস তল্লাশি করে ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৯ জন শিশু, ৫ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছে। এরা দালালের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য
কক্সবাজারের কুতুপালন রোহিঙ্গা ক্যাম্প থেকে আসছে। এব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

আব্দুস সালাম নামের রোহিঙ্গা বলেন, আমরা দালালের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য
কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছি। ভালো কাজের কথা বলে দালালরা আমাদের ভারতে নিয়ে যাচ্ছিল।

Exit mobile version