Site icon Jamuna Television

কানাডায় খ্যাপাটে ভালুকের আক্রমণে দম্পতির মৃত্যু

কানাডার আলবার্টার বানফ জাতীয় উদ্যানে খ্যাপাটে ভালুকের আক্রমণে এক দম্পতি মারা গেছেন। কানাডার ওই উদ্যানের কর্মকর্তা এবং নিহত দম্পতির এক বন্ধু খবরটি নিশ্চিত করেছেন। এসময় তাদের পোষা কুকুরটিও ভালুকের আক্রমণে মারা যায়। খবর রয়টার্সের।

কানাডার জাতীয় উদ্যানগুলো তত্ত্বাবধানের দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠান পার্কস কানাডা কর্তৃপক্ষ গত শনিবার একটি বিবৃতিতে বলেছে, শুক্রবার রাতে একটি জিপিএস যন্ত্র থেকে তাদের কাছে সতর্ক সংকেত আসে। এর মধ্যদিয়ে তারা বুঝতে পারেন, বানফ জাতীয় উদ্যানে রেড ডিয়ার রিভার ভ্যালিতে ভালুকের আক্রমণ হয়েছে। তবে তাৎক্ষণিক নিহত দম্পতির পরিচয় প্রকাশ করেনি পার্কস কানাডা কর্তৃপক্ষ।

বিবৃতিতে সংস্থাটি আরও বলেছে, আক্রমণাত্মক আচরণ করতে থাকায় ভালুকটিকে মেরে ফেলা হয়েছে।

/এনকে

Exit mobile version