Site icon Jamuna Television

ভিসানীতি নিয়ে উদ্বিগ্ন নয় পুলিশ: নতুন ডিএমপি কমিশনার

ভিসানীতি কোনো একটি দেশের নিজস্ব বিষয়, এটা নিয়ে পুলিশের কারো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

সোমবার (২ অক্টোবর) সকালে রাজধানীর মিন্টোরোডের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এ সময় ডিএমপি কমিশনার জানান, অনুমতি ছাড়া কোনো সংগঠনের কর্মসূচি পালনের সুযোগ নেই। তবে কেউ যদি অনুমতি ছাড়া কর্মসূচি পালনের চেষ্টা করে, তাহলে নির্ভয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

হাবিবুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের সক্ষমতা রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের। সরাসরি কমিশনারের কাছে অভিযোগ জানাতে আলাদা ফোনের ব্যবস্থা রাখা হবে বলেও জানান তিনি।

ডিএমপি কমিশনার আরও বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। ছিনতাইকারীদের বিরুদ্ধে টাস্কফোর্স করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এসজেড/

Exit mobile version