Site icon Jamuna Television

শতভাগ সুস্থ সাকিব, প্রথম ম্যাচ থেকেই নামতে প্রস্তুত: শান্ত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস করতে নামেন নাজমুল হোসেন শান্ত। তখনই নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের বিপক্ষেও বিশ্রামে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।

প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কেন খেলেননি, তা স্পষ্ট করে জানায়নি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তবে টস জয়ের সঙ্গে এই ম্যাচের অধিনায়ক শান্ত দিয়েছেন সুখবর। গৌহাটিতে অনুশীলনে পাওয়া চোটে সাকিবকে নিয়ে ছিল শঙ্কা। সেই শঙ্কা উড়িয়ে দিয়ে শান্ত জানান সাকিব শতভাগ সুস্থ।

টসের পর শান্ত বলেন, সাকিব শতভাগ সুস্থ। প্রথম ম্যাচের জন্য প্রস্তুত। আগের ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলেছি। মূল ম্যাচ খেলার আগে আমাদের নিজেদের তৈরি করার দারুণ সুযোগ।

গৌহাটিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলার পর মঙ্গলবার (৩ অক্টোবর) বিশ্বকাপে মূল আসরের প্রথম ম্যাচের ভেন্যু ধর্মশালায় যাবে বাংলাদেশ। সেখানে আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে নামবে লাল সবুজের জার্সিধারীরা।

/আরআইএম

Exit mobile version