Site icon Jamuna Television

সাতক্ষীরায় হত্যায় মামলায় একজনের ফাঁসির আদেশ

সাতক্ষীরা করেসপন্ডেন্ট:

সাতক্ষীরায় তৃতীয় শ্রেণীর ছাত্র রিয়াদ হোসেনকে হত্যার দায়ে এক তরুণকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার (২ অক্টোবর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এ আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত আসামী আশরাফুল ইসলাম (২৮) সাতক্ষীরা জেলার তালা উপজেলার সুভাষিনী গ্রামের আব্দুল জলিল সরদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুল লতিফ বলেন, ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন। আসামি আশরাফুল ইসলাম পলাতক রয়েছেন।

উল্লেখ্য, সাতক্ষীরা সদর থানার কুচপুকুর গ্রামের জিয়াউর রহমান ডাবলুর ছেলে রিয়াদ হোসেনকে ২০১৩ সালের ১২ ডিসেম্বর বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে বলাডাঙ্গা দিঘির পাড়ে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

/এনকে

Exit mobile version