Site icon Jamuna Television

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভারতের মেঘালয়

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আঘাত হানে এই ভূমিকম্প।

এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ ও ভারত ছাড়াও নেপাল, ভূটান ও চীনে অনুভূত হয়েছে এর কম্পন।

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর মৃদু ভূমিকম্প অনুভূত হয় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ২। টাঙ্গাইলে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।

/এমএন

Exit mobile version