Site icon Jamuna Television

নেত্রকোণায় বিষাক্ত পতঙ্গের কামড়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, নেত্রকোণা:

নেত্রকোণায় ভীমরুলের কামড়ে সিয়াম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের পূর্বধলা সরকারি কলেজ রোড এলাকায় এঘটনা ঘটে। শিশু সিয়াম একই এলাকার মনিরুজ্জামানের ছেলে।

শিশুটির পরিবার জানায়, গত কয়েকদিন ধরে সিয়াম একটি বিড়াল ছানা পুষছিল। রোববার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে বিড়াল ছানাটি ঘর থেকে বেরিয়ে বাড়ির পেছনে চলে যায়। এ সময় সে ওই ছানাটিকে ধরতে গেলে হঠাৎ ভীমরুলের আক্রমণে পড়ে সিয়াম। বাড়ির পেছনে গাছে থাকা ভিমরুলের চাক থেকে একসঙ্গে অনেকগুলো ভীমরুল তাকে কামড় দেয়। এসময় তার চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

সোমবার দুপুরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

এসজেড/

Exit mobile version