Site icon Jamuna Television

দেশে একদলীয় স্বৈরশাসন চলছে: মিন্টু

দেশে আজ একদলীয় স্বৈরশাসন চলছে, এর থেকে উত্তোরণের লক্ষ্যেই জনগণকে সাথে নিয়ে আন্দোলন করছে বিএনপি; এ কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

ফরিদপুরে বিভাগীয় রোডমার্চকে কেন্দ্র করে সোমবার (২ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা বিএনপি। তাতে এ কথা বলেছেন তিনি।

এ সময় আব্দুল আউয়াল মিন্টু আরও বলেন, দেশে বর্তমানে জনগণের কোনো অধিকার নেই, ভোটের অধিকার নেই।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামীকাল মঙ্গলবার ফরিদপুরে বিভাগীয় রোডমার্চ অনুষ্ঠিত হবে। রোডমার্চটি রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড় থেকে শুরু হয়ে শরীয়তপুরে গিয়ে শেষ হবে।

এর আগে, সংবাদ সম্মেলন শুরুর আগে স্টেজে বসাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে স্থানীয় নেতাকর্মীরা। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

/এমএন

Exit mobile version