Site icon Jamuna Television

বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ শিশু

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীতে মহসিন মিয়া (৬) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় শিশু মহসিন।

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের তিস্তার শাখা নদীতে এঘটনা ঘটে। শিশু মহসিন মিয়া একই গ্রামের নওশা মিয়ার ছেলে। সে শ্যামরায়ের পাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, বিকেলে শিশু মহসিন তার বাবার সঙ্গে তিস্তার শাখা নদীতে মুঠোজাল নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে মহসিন তার বাবার অজান্তে নদীতে ডুবে নিখোঁজ হয়।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ জানান, বাবার অগোচরে নদীতে ডুবে নিখোঁজ হয় শিশু মহসিন। নিখোঁজ শিশুকে উদ্ধারে স্থানীয়রা চেষ্টা চালায়। তবে এখনও তার কোনো সন্ধান মেলেনি।

এসজেড/

Exit mobile version