Site icon Jamuna Television

বৃহত্তর জাতীয় ঐক্যের ৭ দফা কর্মসূচি ঘোষণা শনিবার

আগামী শনিবার রাজধানীর শহীদ মিনারে বৃহত্তর জাতীয় ঐক্যের ৭ দফা কর্মসূচি ঘোষণা করবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

বৃহস্পতিবার রাতে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় বৈঠকে বসেন যুক্তফ্রন্ট ও গণফোরামের শীর্ষ নেতারা। বৈঠক শেষে বিকল্প ধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী কর্মসূচি ঘোষণার তারিখ জানান।

এসময় উপস্থিত ছিলেন, যুক্তফ্রন্টের মহাসচিব মেজর আব্দুল মান্নান, গণফোরাম সভাপতি বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন, কার্যকরী সভাপতি সুব্রত রায় চৌধুরী, মোস্তফা আমিন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, বিকল্প ধারার মহাসচিব মেজর আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীসহ অন্যান্য নেতারা উপস্থিত রয়েছেন।

Exit mobile version