Site icon Jamuna Television

পরিবারসহ বিমান দুর্ঘটনায় নিহত মার্কিন সিনেটর

ছবি: সংগৃহীত

পরিবারসহ বিমান দুর্ঘটনার শিকার হলেন মার্কিন সিনেটর ডগ লারসন। মৃত্যু হয়েছে ছোট বিমানটির সব আরোহীর।সোমবার (২ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রশাসন। খবর এপি ও সিএনএনের।

স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে অ্যারিজোনা থেকে ফিরছিলেন নর্থ ডাকোটার সিনেটর লারসন। জ্বালানির জন্য যাত্রাবিরতি দেয়া হয় ইউটাহ অঙ্গরাজ্যের ক্যানিয়ন-ল্যান্ডস এয়ারফিল্ডে। সেখান থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয় বিমানটি। প্রাণ যায় পাইলটসহ বাকি চারজনের।

রিপাবলিকান সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা ডেভিড হোগ এক ইমেইল বার্তায় জানান, সিনেটর ডগ লাসেন, তার স্ত্রী অ্যামি এবং তাদের দুই শিশু সন্তান রোববার সন্ধ্যায় ইউটাহে বিমান দুর্ঘটনায় মারা যান। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত। লারসনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মার্কিন রাজনীতিবিদরা।

উল্লেখ্য, ২০২০ সালে নর্থ ডাকোটা থেকে সিনেটর পদে নির্বাচিত হন ডগ লারসন।

/এএম

Exit mobile version