Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না: ম্যাথিউ মিলার

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করেন না। সোমবার (২ অক্টোবর) নিয়মিত বিফ্রিংয়ে ভিসা নিষেধাজ্ঞা ইস্যুতে বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না। নির্বাচনের ফলাফলকেও প্রভাবিত করতে চায় না। বাংলাদেশের সব মানুষ যাতে স্বাধীনভাবে তাদের নেতা বাছাই করতে পারে, সেই আকাঙ্ক্ষাকে সমর্থন করে ওয়াশিংটন। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক দাবির প্রতি সমর্থন জানাতেই মূলত নেয়া হয়েছে ভিসা নিষেধাজ্ঞার নীতি।

তিনি আরও বলেন, গত সপ্তাহে যা বলেছি সেটিই অন্যভাবে বলতে চাই। আসলে যুক্তরাষ্ট্র তাই চায়, যেটা বাংলাদেশ চায়। স্বচ্ছ ও স্বাধীন নির্বাচন। যা শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হবে। সরকার, রাজনৈতিক দলগুলো, সুশীল সমাজ ও বাংলাদেশের গণমাধ্যম সবাই এই প্রত্যাশার কথা জানিয়েছে। যা আমরাও চাই। ভিসা নিষেধাজ্ঞার নীতি এই উদ্দেশ্যকেই সমর্থন করে।

/এনকে

Exit mobile version