Site icon Jamuna Television

পিছিয়ে পড়েও জয় পেলো আল নাসর

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিছিয়ে পড়েও ক্রিশ্চিয়ানো রোনালদো এবং তালিস্কার গোলে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে আল নাসর। সোমবার (২ অক্টোবর) রাতে এফসি ইস্টিকললকে হারায় সৌদির ক্লাবটি।

‘ই’ গ্রুপের ম্যাচে তাজিকিস্তানের ক্লাব ইস্টিকললের বিপক্ষে ফেভারিট ছিলো আল নাসর। কিন্তু ৪৪ মিনিটে সেনিন সেবাইয়ের গোলে লিড নেয় ইস্টিকলল। তবে ৬৬ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর দারুণ ফিনিশিংয়ে সমতায় ফেরে আল নাসর।

খেলার ৭২ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার তালিস্কার গোলে লিড নেয় লুইস কাস্ত্রোর শিষ্যরা। ৭৭ মিনিটে তালিস্কার দ্বিতীয় গোলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

/এনকে

Exit mobile version