Site icon Jamuna Television

ফুলহ্যামের মাঠে চেলসির জয়

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছে চেলসি। ফুলহ্যামকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে লন্ডনের ক্লাবটি। সোমবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত একটায় ম্যাচটি শুরু হয়।

শুরু থেকেই স্বাগতিক ফুলহ্যামের বিপক্ষে চড়াও হয় চেলসি। ১৮ মিনিটেই লিড নেয় সফরকারীরা। ইউক্রেন তারকা মিখায়লো মুদ্রিকের গোলে এগিয়ে যায় পচেত্তিনোর দল। এক মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে চেলসি। ব্লুদের হয়ে দ্বিতীয় গোলটি করেন আলবেনিয়ান স্ট্রাইকার আর্মান্দো ব্রোয়া।

ম্যাচের বাকি সময় একের পর এক আক্রমণ করলেও আর গোল পায়নি চেলসি। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। চলতি লিগে সাত ম্যাচে চেলসির মাত্র দ্বিতীয় জয় এটি। দুই জয়, দুই ড্র ও তিন হারে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দলটির অবস্থান ১১ তম। অন্যদিকে সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৩ নম্বরে রয়েছে ফুলহ্যাম।

/এনকে

Exit mobile version