Site icon Jamuna Television

‘রঙ্গিলা কিতাবে’ পরীমণি

নির্মাতা অনম বিশ্বাসের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। ছবি: ফেসবুক পেইজ।

সম্প্রতি চিত্রনায়ক শরিফুল রাজকে ডিভোর্স দিয়ে বেশ আলোচনায় ছিলেন নায়িকা পরীমণি। ব্যক্তিগত জীবনের পাশাপাশি কর্মজীবনেও একধাপ হোঁচট খেয়েছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। তার অভিনীত ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজ প্রচার বন্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তবে সব প্রতিবন্ধকতা পেরিয়ে, নতুন চারটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরী।

পরীর প্রত্যাবর্তন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফীর ‘মায়া’ নামে একটি ওয়েব ফিল্ম দিয়ে। পরিবার ও সম্পর্কের গল্পে নির্মাণ করা হবে ফিল্মটি। মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে। এছাড়াও, আরও তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি। নির্মাতা তানিম রহমান অংশুর পরিচালনায় ‘খেলা হবে’, রেজা ঘটকের ‘ডোডোর গল্প’ ও অনম বিশ্বাসের ‘রঙিলা কিতাব’।

সর্বশেষ, অনম বিশ্বাসের ‘রঙ্গিলা কিতাব’ ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছে পরী। সাহিত্যিক কিংকর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে সিরিজটি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন পরীমণি। ভালোবাসা ও অপরাধকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত হবে ওয়েব সিরিজটি। 

/এআই

Exit mobile version