Site icon Jamuna Television

বিশ্বকাপে আফগানিস্তানের মেন্টর অজয় জাদেজা

বিশ্বকাপে আফগানিস্তান ক্রিকেট দলের মেন্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক ভারতীয় ব্যাটার অজয় জাদেজাকে। সোমবার (২ অক্টোবর) নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। রশিদ-নবীদের নিয়ে ইতোমধ্যে মাঠেও নেমেছেন জাদেজা।

বিশ্বকাপে আফগানদের প্রধান কোচ জোনাথান ট্রট, ব্যাটিং কোচ মিলাপ মেওয়াদা, বোলিং কোচ হামিদ হাসানদের সঙ্গে কাজ করবেন তিনি। ভারতের হয়ে ১৯৬ ওয়ানডে ও ১৫ টেস্ট খেলেছেন জাদেজা। ১৩ ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছেন জাদেজা। তিনটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।

খেলোয়াড়ি জীবন শেষে ধারাভাষ্যে ঝুঁকে পড়েন জাদেজা। মাঝে ২০১৫ সালে দিল্লি ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কিছুদিন কাজ করেছেন। ভারতের মাটিতে বিশ্বকাপ বলেই জাদেজার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে আফগানিস্তান।

/এনকে

Exit mobile version