Site icon Jamuna Television

কানাডার ৪০ কূটনীতিককে নিজ দেশে ফেরত যাওয়ার নির্দেশ ভারতের

ছবি: সংগৃহীত।

শিখ নেতা হত্যাকাণ্ডের ঘটনায় এবার দিল্লি থেকে কানাডার আরও ৪০ কূটনীতিককে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে ভারত। আগামী ১০ অক্টোবরের মধ্যে তাদের নিজ দেশে ফেরত যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদন অনুসারে, বর্তমানে দেশটিতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছেন। এদের মধ্যে ৪০ জনকে কানাডায় ফেরত পাঠানোর কথা জানিয়েছে দিল্লি। এ সিদ্ধান্তের ফলে উত্তেজনার পারদ আরও চড়লো অটোয়া ও দিল্লির মধ্যে। এরআগে, কানাডার নাগরিকদের ভারতে ভিসা দেয়া বন্ধের সিদ্ধান্ত জানায় দিল্লি।

প্রসঙ্গত, চলতি বছরের জুনেই কানাডার ব্রিটিশ কলম্বিয়াতে একটি গুরুদুয়ারার সামনে খুন হন শিখ নেতা হারদিপ সিং নিজ্জার। পার্লামেন্টের অধিবেশনে এই হত্যাকাণ্ডের জন্য ভারতকে অভিযুক্ত করেন কানাডার প্রধানমন্ত্রী। যা বরাবরই অস্বীকার করে আসছে মোদি সরকার। এরপরই দুই দেশের মধ্যে সম্পর্কে ভাটা পড়ে।

/এআই

Exit mobile version