Site icon Jamuna Television

রাজশাহীতে ট্রাকচাপায় ভ্যান চালক নিহত

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে ট্রাকের চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে রাজশাহী নগরীর খড়খড়ে বাইপাস মুসলিমের মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এসময় ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়। তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এনিয়ে রাজশাহীর কাটাখালি থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, দুপুরে খড়খড়ে বাইপাস মুসলিমের মোড়ে রাস্তায় ভ্যানটি অবস্থান করছিল। এসময় রাস্তা দিয়ে একটি ট্রাক যাওয়ার পথে ভ্যান চালককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার পরে ট্রাকচালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি। নিহতের পরিচয় শনাক্ত করে আইনি প্রক্রিয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

আরএইচ/

Exit mobile version