Site icon Jamuna Television

বাতিলের শঙ্কায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

ছবি: সংগৃহীত

জমকালো আয়োজনের মধ্য দিয়ে বুধবার (৪ অক্টোবর) ১৩তম আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর্দা ওঠার কথা। ঠিক হয়ে আছে সব সূচি এবং আয়োজনও। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে কে নাচবেন, কে গাইবেন ঠিক হয়ে আছে সেসব। তবে শেষ মুহূর্তে এসে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের শঙ্কা জেগেছে। জি নিউজসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম দিয়েছে এ খবর।

বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সন্ধা ৭টায় হওয়ার কথা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। বলিউডের নামকরা তারকারা পারফর্ম করবেন এমনটাই জানিয়েছিল বিসিসিআই। আশা ভোসলে, অরিজিত সিং, রণবীর সিংসহ আরও অনেক তারকাদের পারফর্ম করার কথা ছিল।

বিশ্বকাপের আগে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ককে নিয়ে হওয়ার কথা আয়োজন করার কথা ছিল ‘ক্যাপ্টেনস ডে’। তবে জি নিউজের খবর, উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হলেও নির্ধারিত সময়েই হবে ‘ক্যাপ্টেনস ডে’ এর আয়োজন।

অনুষ্ঠান বাতিলের গুঞ্জন শোনা গেলেও এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। কী কারণে অনুষ্ঠান বাতিল হতে পারে, সেটাও স্পষ্ট নয়। এর আগে খালিস্তান আন্দোলনের এক নেতা বিশ্বকাপে নাশকতার হুমকি দিয়েছিলেন। তবে সেসব নিয়ে এখনো জানা যায়নি কিছুই।

/আরআইএম

Exit mobile version