Site icon Jamuna Television

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতিবাহী রুশ জাহাজ পৌঁছেছে মোংলায়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে রাশিয়ার পতাকাবাহী জাহাজ এমভি ইয়ামাল অরলান। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে বন্দরের ৮নং জেটিতে নোঙর করে জাহাজটি। এরপর বিকেলে জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু করা হয়।

জানা গেছে, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে গত ৩১ আগস্ট মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে রাশিয়ার এমভি ইয়ামাল অরলান জাহাজটি। এটিতে রয়েছে দুই হাজার ১২১ মেট্রিক টন যন্ত্রপাতি। শিগগিরই পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পাঠানো হবে যন্ত্রপাতিগুলো। এসব মালামালের বেশিরভাগ সড়কপথে এবং বাকিগুলো নদীপথে নেয়া হবে বলে জানা গেছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছিল ‘এমভি স্যাপোডিলা’ নামের আরেকটি জাহাজ।

/এমএইচ

Exit mobile version