Site icon Jamuna Television

ফের শুরু হচ্ছে স্থগিত হওয়া সেলিব্রেটি ক্রিকেট লিগ

গত কয়েক দিন ধরেই বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দু ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় এই খেলা। তবে গত ২৯ সেপ্টেম্বর খেলা চলাকালীন অংশগ্রহণকারী তারকাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাময়িকভাবে স্থগিত করে দেয়া হয় খেলা। তবে আগামী ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে আবারও এই খেলা শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আয়োজক কমিটি জেনারেশন নেক্সট (জিনেক্সট)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আট দলের ক্যাপ্টেনদের সাথে আলোচনা করে আবারও খেলাটি চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি মাসের ১৫-২০ তারিখের মধ্যে যেকোনো একটি দিনে খেলাটি চালু করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সকল দলের ক্যাপ্টেনের সাথে জিনেক্সট আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে, ঠিক যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে এই খেলা। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আয়োজক জিনেক্সট ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। তবে তদন্তের স্বার্থে কোন থানায় এবং কত জনের নামে মামলা হয়েছে তা প্রকাশ করা হয়নি।

এসজেড/

Exit mobile version