Site icon Jamuna Television

অনাস্থা প্রস্তাবে পদ হারালেন যুক্তরাষ্ট্রের স্পিকার কেভিন ম্যাকার্থি

স্পিকার কেভিন ম্যাকার্থি। ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার পার্লামেন্টের নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদের স্পিকার হারালেন পদ। মঙ্গলবার (৩ অক্টোবর) পার্লামেন্টে ভোটের মাধ্যমে পদ থেকে সরানো হয় কেভিন ম্যাকার্থিকে। খবর গার্ডিয়ানের।

রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা ম্যাট গ্যাটেজ তার বিরুদ্ধে আনেন এ অনাস্থা প্রস্তাব। রিপাবলিকানদের সন্দেহ, ম্যাকার্থি হোয়াইট হাউসের সাথে ইউক্রেনের বরাদ্দ ইস্যুতে গোপন সমঝোতায় গেছেন। যেটির পক্ষে পড়েছে ২১৬ ভোট, আর বিরুদ্ধে ২১০ ভোট। ডেমোক্রেট আইনপ্রণেতারাও এই প্রস্তাবে সমর্থন জানান। ফলে স্পিকার হিসেবে ম্যাকার্থির ২৬৯ দিনের দায়িত্বের অবসান ঘটলো।

রিপাবলিকান আইনপ্রণেতা প্যাট্রিক ম্যাক হেনরিকে ভারপ্রাপ্ত স্পিকার ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রে শাটডাউন এড়াতে, শেষ মুহূর্তে তহবিল পাস করে আলোচনায় ছিলেন ম্যাকার্থি। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পর স্পিকারের অবস্থান। কংগ্রেসের এজেন্ডা নির্ধারণের পাশাপাশি বিল আটকে দেয়ার ক্ষমতাও রাখেন তিনি।

/এআই

Exit mobile version