Site icon Jamuna Television

শতভাগ না হলেও আগামী নির্বাচন সর্বোচ্চ সুষ্ঠু করতে সচেষ্ট কমিশন: সিইসি

শতভাগ না হলেও আগামী নির্বাচন সর্বোচ্চ সুষ্ঠু ও নিরোপেক্ষ করতে চায় বর্তমান কমিশন। বুধবার (৪ অক্টোবর) সাবেক নির্বাচন কমিশনার, কর্মকর্তা ও বিশিষ্টজনদের সাথে আলোচনায় একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

এসময় তিনি বলেন, সবসময়ই ভোট কারচুপির অভিযোগ ওঠে। এজেন্টরা সচেষ্ট হলে অনিয়মের মাত্রা কমিয়ে আনা সম্ভব। সকলের পরামর্শ নিয়ে গ্রহণযোগ্য নির্বাচনই আমাদের উদ্দেশ্য।

সাবেক নির্বাচনী কর্মকর্তারা বলেন, ভোটের পরিবেশ ঠিকঠাক করে দিতে পারলে এজেন্ট আসবে। আর এটাই এই মুহূর্তে ইসির জন্য চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তারা। বলেন, অভিযোগগুলো আমলে নিয়ে শাস্তির উদাহরণ তৈরি করলে বাকিরাও সতর্ক হবে।

এসময় সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, ইসির কাজ ভোটের আয়োজন করা। কে নির্বাচনে আসলো, কে আসলো না সেটি ইসির দেখার বিষয় নয়।

এসজেড/

Exit mobile version