Site icon Jamuna Television

পারস্য ও ওমান উপসাগরে ইরানের বৃহৎ ড্রোন মহড়া

পারস্য ও ওমান উপসাগরে ব্যাপক ড্রোন মহড়া চালিয়েছে ইরান। মঙ্গলবার (৩ অক্টোবর) শক্তিমত্তা প্রদর্শনে যোগ দেয় প্রতিরক্ষা বহরের তিন বাহিনী। খবর শিনহুয়ার।

দেশটির রেভ্যুলশানারি গার্ড বা আইআরজিসি জানায়, ২০০টি ড্রোন ছোঁড়া হয়েছে। যার মধ্যে ছিল ইরানের নতুন ও অত্যাধুনিক প্রযুক্তির কামান নাইনটিন। রণকৌশলের পাশাপাশি শত্রুপক্ষের হামলা মোকাবেলার কসরত শেখেন সেনারা।

নিজেদের সক্ষমতা যাচাইয়ের জন্যই এ সামরিক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়া ‘শহিদ ওয়ান থার্টি সিক্স’ ড্রোন ব্যবহারের পর, আলোচনায় আসে ইরানের এই খাত।

এসজেড/

Exit mobile version