Site icon Jamuna Television

৩২ বছর পর রজনীকান্ত ও অমিতাভ বচ্চনের পুনর্মিলন

আবার জুটি বাঁধছেন রজনীকান্ত ও অমিতাভ বচ্চন। ছবি: হিন্দুস্তান টাইমস।

জনপ্রিয় পরিচালক জে গনভেলের পরবর্তী সিনেমা ‘থালাইভার ১৭০’তে একসঙ্গে দেখা যাবে ভারতীয় সিনেমার দুই মহাতারকা রজনীকান্ত ও অমিতাভ বচ্চনকে। খবর হিন্দুস্তান টাইমস’র।

মঙ্গলবার (৩ অক্টোবর) সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান লাইকা প্রোডাকশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অমিতাভ বচ্চনের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘বলিউড সিনেমার শাহেনশাহকে আমাদের দলে স্বাগতম। অমিতাভ বচ্চনকে পেয়ে ‘থালাইভার ১৭০’ নতুন উচ্চতায় পৌঁছে গেলো।’ 

সর্বশেষ, তাদের দুজনকে একসাথে পর্দায় দেখা গিয়েছিল ১৯৯১ সালে ‘হাম’ সিনেমায় । ৩২ বছর পর আবারও একসঙ্গে হচ্ছেন এই দুই মহাতারকা। সিনেমাটিতে আরও থাকছেন মালায়লাম সিনেমার অভিনেতা ফাহাদ ফাসিল এবং রানা দাজ্ঞুবতি। মুভিতে অভিনেত্রী হিসেবে থাকছেন মঞ্জু ওয়ারিয়র, দুশারা বিজয়া ও ঋতিকা সিং। অন্যদিকে, সংগীত প্রযোজনায় থাকছেন অনিরুদ্ধ রবিচন্দর।

/এআই

Exit mobile version