Site icon Jamuna Television

সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে

দেশে গত সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। এই মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৬৩ শতাংশে নেমেছে, যা আগস্টে ছিল ৯ দশমিক ৯২ শতাংশ।

গতকাল বুধবার (৪ অক্টোবর) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। তাতে সেপ্টেম্বর মাসের মূল্যস্ফীতির চিত্র তুলে ধরা হয়েছে।

হালনাগাদ তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে ৯ দশমিক ৭৫ শতাংশ হয়েছে। যা আগস্টে ছিল ৯ দশমিক ৯৮ শতাংশ। আর শহরে সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ, যা আগস্টে ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ।

বিবিএসের হিসাব অনুযায়ী, গত মে মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৯৪ শতাংশে উঠেছিল, যা গত এক যুগের মধ্যে সর্বোচ্চ।

এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, মূল্যস্ফীতি কিছুটা কমলেও উদ্বেগ কমেনি। এখন মধ্যবিত্তরা অনেক চাপে আছেন। আমদানি পণ্যের দাম কমাতে শুল্ক-কর কমানোর পরামর্শ দিয়েছেন তিনি।

/এমএন

Exit mobile version