Site icon Jamuna Television

ডেঙ্গু নিধনে কাল থেকে ঢাকা উত্তরে চিরুনি অভিযান

ডেঙ্গু নিধনে আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে নিজেদের আওতাধীন থানায় থানায় চিরুনি অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার (৪ অক্টোবর) সকালে ডিএনসিসির ১৪ নম্বর ওয়ার্ড পরিদর্শন শেষে এ কথা জানান মেয়র আতিকুল ইসলাম।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, উত্তরের ১১টি থানাকে রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকাসহ আরও এলাকা চিহ্নিত করতে ওয়ার্ড কাউন্সিলররা সার্বক্ষণিক কাজ করছে। বাসা-বাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে লাল স্টিকার দিয়ে চিহ্নিত করা হচ্ছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে এলাকাবাসীকেও আরও সচেতন হতে হবে জানিয়ে সকলের সমন্বিত চেষ্টাতে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব বলে জানান মেয়র আতিকুল ইসলাম।

/এমএন

Exit mobile version