Site icon Jamuna Television

এমসিসি’র নতুন চেয়ারম্যান সাঙ্গাকারা

ছবি: সংগৃহীত

মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক গ্যাটিংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। গত ছয় বছর এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন গ্যাটিং।

২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত এমসিসির সভাপতি ছিলেন সাঙ্গাকারা। ব্রিটিশদের বাইরে সাঙ্গাকারাই প্রথম সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছিলেন। ক্রিকেট ক্যারিয়ারে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসাবে পরিচিতি পেয়েছেন সাঙ্গাকারা। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশা ও ধারাভাষ্যকার হিসাবেও দেখা গেছে তাকে।

সাঙ্গাকারার অধীনে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে আরও আছেন- কুমার ধর্মসেনা, সৌরভ গাঙ্গুলী, জাস্টিন ল্যাঙ্গার, এউইন মরগান, রমিজ রাজা, গ্রায়েম স্মিথ, ঝুলন গোস্বামী, হিদার নাইট, সুজি বেটস, ক্লেয়ার কনর এবং রিকি স্কেরিট। অন্যদিকে এমসিসি’র সভাপতির দায়িত্ব পেয়েছেন মার্ক নিকোলাস। সাঙ্গাকারার জায়গায় দায়িত্ব পালন করবেন নিকোলাস।

উল্লেখ্য, এমসিসি বিশ্বের অন্যতম সমাদৃত ক্লাব। ১৭৮৭ সালে এই ক্লাব প্রতিষ্ঠিত হয়। ক্রিকেট খেলার নিয়ম প্রবর্তন ও পরিবর্তনে এই ক্লাব একমাত্র অথোরিটি হিসাবে কাজ করে। মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) হাতে ক্রিকেটের আইন প্রণয়নে একক ক্ষমতা।

/আরআইএম

Exit mobile version