Site icon Jamuna Television

জাবি’তে শেষ হলো সাংবাদিকতা বিষয়ক দু’দিনের জাতীয় সম্মেলন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেষ হলো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক দু’দিনের জাতীয় সম্মেলন। এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমানের সঞ্চালনায় চলে সেশনটি।

বুধবার (৪ অক্টোবর) সম্মেলনের বিশেষ সেশনের আলোচনায় গণমাধ্যম প্রতিষ্ঠান প্রধানদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

এতে অংশ নেন, যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ, মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজোয়ানুল হক, ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক, চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক তালাত মামুন, নাগরিক টেলিভিশনের বার্তাপ্রধান দীপ আজাদ। ছিলেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তাসম্পাদক আশীষ সৈকত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরিন’সহ আরও অনেকে। সম্মেলনে দেশের ১২০ জন গবেষক উপস্থাপন করেন ২৬টি গবেষণা প্রবন্ধ।

এটিএম/

Exit mobile version