Site icon Jamuna Television

রাজশাহীতে ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত

ফাইল ছবি।

রাজশাহীতে রাতের অন্ধকারে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে রাজশাহী নগরীর উপকণ্ঠ হরিয়ান বাজারে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত ব্যবসায়ী শাহিন আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করে। শাহীন কাটাখালী থানার হরিয়ান ইউনিয়নের সুচারণ গ্রামের সুবহান মন্ডলের ছেলে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। আহত শাহিনের আত্ময়ীরা জানান, শাহিন রাজনীতির সাথে জড়িত না। তার সাথে কারো পূর্ব শত্রুতা নেই। হরিয়ান বাজারে তার একটি ওয়ালটনের শোরুম রয়েছে। সে শোরুমে ছিল পরে রাতে মুখোশধারি একদল দুর্বৃত্ত মাইক্রোবাসে করে এসে শাহিনকে এলোপাতা কুপিয়ে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। চিকিৎসা শেষে পরিবারের সদস্যরা এই ঘটনায় মামলা করবে হবে বলে জানিয়েছেন।

এটিএম/

Exit mobile version