Site icon Jamuna Television

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হস্তান্তর আজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হবেন এ আয়োজনে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নিউক্লিয়ার ক্লাবের ৩৩তম সদস্য হচ্ছে বাংলাদেশ।

এরইমধ্যে রূপপুরে পৌঁছেছে ৭৫ টন ইউরেনিয়াম। উৎপাদন শুরুর পর টানা ১৮ মাস এই জ্বালানি দিয়েই চলার কথা ১২০০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট। রূপপুর পারমাণবিক কেন্দ্র বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি বদলে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দেশের জিডিপিতে ২ শতাংশ অবদান রাখবে এই প্রকল্প।

আন্তর্জাতিক মান ও নিরাপত্তা প্রটোকল মেনে তৈরি এই প্রকল্প নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটি উত্পাদনে গেলে উত্তরবঙ্গ বদলে যাবে বলে আশাবাদী তারা।

এসজেড/

Exit mobile version