Site icon Jamuna Television

পোর্তোর মাঠে তোরেসের গোলে কষ্টার্জিত জয় বার্সেলোনার

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের ‘এইচ’ গ্রুপের খেলায় পোর্তোকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ফেরান তোরেসের একমাত্র গোলে জয় নিশ্চিত হয় কাতালানদের।

খেলার শুরু থেকেই নিজেদের মধ্যে বল দেয়া-নেয়া করে আক্রমণ চালাতে থাকে দুদল। বেশ কয়েকবার ডি-বক্সে ঢুকে পড়লেও গোলের দেখা পাচ্ছিল না কেউ। একটা সময় খেলার উত্তেজনা মাঠ ছাপিয়ে চলে যায় ডাগ আউটে। বার্সা কোচ জাভি হার্নান্দেজ দেখেন হলুদ কার্ড। প্রথমার্ধের ইনজুরি টাইমে গোলরক্ষককে একা পেয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়ান ফেরান তোরেস।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে পোর্তো। সুযোগ তৈরি করলেও তা থেকে গোল আদায়ে ব্যর্থ হয় পর্তুগিজ ক্লাবটি। শেষ দিকে একটি পেনাল্টিও পেয়েছিল পোর্তো। সেটিও ভিএআরের কারণে বাতিল হয়। যোগ করা সময়ে ধাক্কা খায় জাভির দল। লাল কার্ড দেখেন দলটির তরুণ মিডফিল্ডার গাভি। ম্যাচে দুটি হলুদ কার্ড দেখেছেন তিনি।

এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এইচ গ্রুপে সবার শীর্ষে বার্সেলোনা। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে পোর্তো।

/এএম

Exit mobile version