Site icon Jamuna Television

সহজ জয় পেলো সিটি, গোল পেলেন আলভারেজ-ডকু

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের ‘জি’ গ্রুপের খেলায় সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। অ্যাওয়ে ম্যাচে আরবি লাইপজিগকে ৩-১ গোলে হারিয়েছে সিটিজেনরা।

লাইপজিগের মাঠে একচেটিয়াভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ম্যানচেস্টার সিটি। কখনও ফিনিশিংয়ের অভাবে, কখনও বার ঘেঁষে বেরিয়ে যাচ্ছিল বল। খেলার ২৫ মিনিটে ডেডলক ভাঙেন ফিল ফোডেন। রিকো লুইসের অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান এই ইংলিশ মিডফিল্ডার। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সিটিজেনরা।

বিরতি থেকে ফিরেই লিপজিগকে সমতায় ফেরান লুইস ওপেন্ডা। ইউসুফ পৌলসেনের বাড়ানো বলে স্কোরলাইন ১-১ করেন এই বেলজিয়ান। খেলা যখন ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল তখন ম্যান সিটিকে ২-১ গোলে এগিয়ে নেন জুলিয়ান আলভারেজ। আর ইনজুরি টাইমে জেরেমি ডকুর স্কোরে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

/এএম

Exit mobile version