Site icon Jamuna Television

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জামান। রিখটার স্কেলে এর মাত্রা ৬.৬। বৃহস্পতিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টার দিকে প্রশান্ত মহাসাগরের দ্বীপ ইজুর ত্রোশিমা অঞ্চলে আঘাত হানে। এর ফলে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। খবর জাপান টাইমসের।

জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এদিন স্থানীয় সময় বেলা ১১টা ১০ মিনিটের দিকে জাপানের মিটিওরোলজিক্যাল এজেন্সি সুনামি সতর্কতা জারি করে। বলা হচ্ছে, এর ফলে ১ মিটার বা ৩ ফুট উচ্চতার সুনামি আছড়ে পড়তে পারে স্থলভাগে।

মিটিওরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, ইজু দ্বীপের পাশাপাশি জাপানের চিবা থেকে শুরু করে কাগোশিমা প্রিফেকচার পর্যন্ত বিস্তৃত এলাকা এই সুনামি সতর্কতার আওতায় থাকবে। তবে এ ক্ষেত্রে সুনামির ঢেউয়ের উচ্চতা দশমিক ২ মিটার পর্যন্ত উঁচু হতে পারে।

তাই উপকূলীয় ও নদীর মোহনা অঞ্চলের বাসিন্দাদের উঁচু এলাকায় সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এসজেড/

Exit mobile version