Site icon Jamuna Television

গোয়েন্দা কার্যালয় থেকে পালানোর ১১ দিন পর আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

অস্ত্রসহ গ্রেফতারের পর চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা কার্যালয় থেকে পালানো আন্তঃজেলা ডাকাত দলের সর্দার জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ১১ দিন পর শুক্রবার রাতে গোপালগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ১ তারিখ রাতে জেলার জীবননগর উপজেলার কর্চাডাঙ্গা গ্রাম থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার জাহিদুল কে একটি কাটা রাইফেলসহ গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর জেলা গোয়েন্দা কার্যালয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে একটি কক্ষে আটক রাখা হয়। ঐ দিন ভোরেই হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় সে সকলের চোখ ফাকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছিল। পরে ১১ দিন পর গোপন সংবাদের ভিত্তিতে জাহিদুলকে গোপালগঞ্জের মকসুদপুর থানা থেকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশের এস আই আবু বক্কর সিদ্দিক জানায় আসামি জাহিদুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আজই আসামিকে কোর্টে প্রেরণ করা হবে।

Exit mobile version