Site icon Jamuna Television

পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ৩৫১ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়াসহ দলটির ৩৫১ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

গত ১২ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে অনশন কর্মসূচি পালন করে দলটি। এ অনশন কর্মসুচি থেকেই পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা করা হয়। মির্জা আব্বাসকে আসামি করে মামলা দিয়েছে খিলগাঁও থানা পুলিশ। আর মতিঝিল থানা পুলিশ সানাউল্লাহ মিয়াকে আসামি করে মামলা দিয়েছে। খিলগাও থানার মামলায় আসামি করা হয়েছে আব্বাসসহ ২৫৩জনকে। মতিঝিল থানায় আসামি করা হয়েছে সানাউল্লাহ মিয়াসহ ৯৮ জনকে।

Exit mobile version