Site icon Jamuna Television

স্যাংশনে আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ের কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নেত্রকোণা প্রতিনিধি:

স্যাংশনে আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোণার মোহনগঞ্জে আদর্শ নগর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন শেষে এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ এখন স্মার্ট-দক্ষ বাহিনী। পাশাপাশি, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীও তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে সামলাচ্ছে, আদালতের নির্দেশ পালন করছে। তাই ভয়ের কিছু নেই।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি তাদের অভ্যন্তরীণ বিষয়। তারা কাকে ভিসা দেবেন, দেবেন না এটা তাদের ব্যাপার। আগেও ভিসার জন্য আবেদন করলে তারা সবাইকে ভিসা দিতেন না। এখানে আমাদের কিছু বলার নেই।

পরে আদর্শনগর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যোগ দেন সুধী সমাবেশে।

এটিএম/

Exit mobile version