Site icon Jamuna Television

সুন্দরবনে নদীতে ডুবে জেলের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি:

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর এলাকায় খোলপেটুয়া নদীর পানিতে ডুবে আকবার শেখ নামের এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জেলে আকবার শেখ (৬৫) উপকূলীয় গাবুরা ইউনিয়নের নয় নম্বর সোরা গ্রামের মৃত. ইমান শেখের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়েছিলেন আকবার শেখ। আকষ্মিক স্ট্রোকে আক্রান্ত হয়ে নদীর মধ্যে পড়ে যান। পরবর্তীতে আরেকটি নৌকায় থাকা জেলেরা উদ্ধার করে উপকূলে পৌঁছালে গ্রাম্য চিকিৎসক মৃত ঘোষোণা করেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, এমন ঘটনা আমাদের কেউ জানাননি। খোঁজখবর নিচ্ছি।

এটিএম/

Exit mobile version