Site icon Jamuna Television

নোয়াখালীতে শৌচাগার থেকে তরুণীর মরদেহ উদ্ধার

নোয়াখালী করেসপন্ডেন্ট:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় শৌচাগার থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর নাম রহিমা আক্তার সুমি। সে চাটখিল উপজেলার উত্তর রামনারায়ণপুর এলাকার মো. ইসমাইল হোসেনের মেয়ে। তার স্বামীর নাম মো. ইউছুফ, তার বাড়ি কুমিল্লার মুরাদনগরে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার সেনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গনি মাস্টার পোল সংলগ্ন একটি ভাড়া বাসার শৌচাগার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বড় ভাই আরাফাত জানায়, প্রেম করে ৫ মাস আগে কুমিল্লার মুরাদনগরের ইউছুফ নামে এক মোয়াজ্জিনকে বিয়ে করে সুমি। গত ২ দিন যাবত সুমির ফোন বন্ধ পেয়ে বৃহস্পতিবার বিকেলে তার বাসায় যান তিনি। ভাড়া বাসায় গিয়ে তিনি দেখেন দরজায় তালা ঝুলানো এবং ঘরের ভেতর থেকে পঁচা দুর্গন্ধ বের হচ্ছে। পরে সোনাইমুড়ী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘরের শৌচাগার থেকে নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করেন। গত ৩ অক্টোবর পরিবারের সাথে সর্বশেষ যোগাযোগ হয় সুমির।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

/এমএইচ/এমএন

Exit mobile version