Site icon Jamuna Television

গাইবান্ধায় তিস্তা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

গাইবান্ধা করেসপন্ডেন্ট:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার তারাপুর ইউনিয়নের চরখোর্দ্দা এলাকার তিস্তার শাখা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, সন্ধ্যার দিকে নদীর পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা ওই নারীর আনুমানিক বয়স ৫০ বছর। 

ধারণা করা হচ্ছে, হঠাৎ তিস্তা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় হয়তো উজান থেকে লাশটি ভেসে এসেছে। ওই নারীর শারীরিক গঠন পাড়াহীদের মতো। ভারতের সিকিমে বাঁধ ভেঙ্গে বন্যায় নিখোঁজদের কেউ হতে পারেন ওই নারী। তার প্রকৃত পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

/এমএইচ

Exit mobile version