Site icon Jamuna Television

একটি বাঘাইড় মাছের দাম ৭০ হাজার টাকা!

লালমনিরহাট করেসপন্ডেন্ট:

লালমনিরহাটের হাতীবান্ধায় ধরা পড়েছে ৭২ কেজি ওজনের বিশালাকৃতির একটি বাঘাইড় মাছ। যেটি স্থানীয় বাজারে বিক্রি হয়েছে ৭০ হাজার টাকা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) হাতীবান্ধা উপজেলার উত্তর ডাউয়াবাড়ি এলাকা থেকে মাছটি শিকার করেন স্থানীয় কৃষক মোহসিন আলী।

স্থানীয়রা জানান, ভারতের উত্তর সিকিমে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় তিস্তা নদীর ভাটিতে বাংলাদেশ অংশে বন্যা দেখা দেয়। বুধবার রাতে হাতিবান্ধার তিস্তা পাড় বন্যায় প্লাবিত হয়। বৃহস্পতিবার সকালেই বন্যার পানি নেমে যায়। ডুবে থাকা চরাঞ্চলের ছোট ছোট গর্তে আটকা পড়ে বিভিন্ন প্রজাতির মাছ। উত্তর ডাউয়াবাড়ি চরের কৃষক মোহসিন আলীর জমির গর্তে আটকা পড়ে বিশালাকৃতির এক বাঘাইড় মাছ। পরে মোহসিনের বাড়ির লোকজন মাছটি ধরেন। স্থানীয় ডাউয়াবাড়ি বাজারে সেটি ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়। খবর পেয়ে মাছটিতে বাজারে ভিড় করেন হাজারো মানুষ।

কৃষক মোহসিন আলী জানান, পানি কমে যাওয়ায় মাছটি গর্তের সামান্য পানিতে আটকা পড়ে। সবাই মিলে ধরেছি। নদীপাড়ে বসবাস করলেও এতো বড় মাছ ধরার সৌভাগ্য হয়নি। তাই জীবনে প্রথম এতো বড় মাছ ধরতে পেরে বেশ আনন্দ লাগছে।

ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদ সচিব আজহারুল ইসলাম আতিক বলেন, ৭২ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ছে শুনে বাজারে হাজারো মানুষ ভিড় করে। স্থানীয়রা মাছটি ৭০ হাজার টাকায় কিনে নিজেরা ভাগ করে নিয়েছেন।

/এনকে

Exit mobile version