Site icon Jamuna Television

শিক্ষক দিবসে প্রথম কোচকে স্মরণ মিরাজের

ছবি: মিরাজের ফেসবুক থেকে নেয়া।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ তার প্রথম ক্রিকেট কোচকে স্মরণ করেছেন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তার পুরনো কোচের সঙ্গে হাস্যজ্বল একটি ছবি পোস্ট করেছেন।

ছবির ক্যাপশনে মিরাজ লেখেন, আমার আজকের ‘মিরাজ’ হয়ে ওঠার গল্পের শুরুটা যার হাত ধরে, তিনি মো. আল মাহমুদ স্যার। আমার ক্রিকেটীয় জীবনের প্রথম কোচ, যার হাত ধরে ক্রিকেটে আমার হাতেখড়ি। নানান সীমাবদ্ধতা অতিক্রম করে যে মানুষটা আমাকে প্রস্তুত করেছেন।

তিনি আরও লেখেন, বিশ্ব শিক্ষক দিবসের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আল মাহমুদ স্যারসহ আমার অন্যান্য সকল কোচকে, যারা আমার পথচলার অংশ হয়ে ভালো-খারাপ প্রতিটি মুহুর্তে আমাকে সহায়তা করেছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা।

/এনকে

Exit mobile version