Site icon Jamuna Television

রোহিঙ্গাবাহী একটি নৌকা ফেরত পাঠাল বিজিবি

কক্সবাজার প্রতিনিধি:

নাফ নদী দিয়ে বাংলাদেশে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাবাহী একটি নৌকা অনুপ্রবেশের চেষ্টাকালে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ভোররাত চারটা দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ঘোলার চর সীমান্ত পয়েন্ট দিয়ে একটি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। নৌকায় সাতজন রোহিঙ্গা পুরুষ ছিলেন।

টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, ৭ জন আরোহী নিয়ে ভিড়তে চেষ্টা করা নৌকাটিকে ফেরত পাঠানো হয়েছে। নতুন করে অনুপ্রবেশের ঘটনা যাতে না ঘটে সেজন্য সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।

২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুদের ঢল নামে। রাখাইন রাজ্যে সহিংসতা অভিযানের কথা বলে সেদেশের সেনাবাহিনী হত্যাযজ্ঞ চালায়। নির্যাতন, বাড়িঘরে আগুন ও ধর্ষণ থেকে বাঁচতে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসতে শুরু করেন।

Exit mobile version